কনার গানের মডেল হলেন জাপানিজরা


কনার গানের মডেল হলেন জাপানিজরা

বাংলা গানে নতুন এক ব্যতিক্রমী আয়োজন নিয়ে আসছে মিউজিক্যাল ফিল্ম ‘সোনা মাটির সোঁদা গন্ধে’। ‘দুষ্ট কোকিল’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা এই প্রজেক্টে শোনাতে যাচ্ছেন একেবারেই ভিন্ন ধারার—মিষ্টি ও আবেগঘন একটি গান। ভিন্ন স্বাদের এই গানে কণার কণ্ঠে উঠে আসবে মাটির গন্ধ, ভালোবাসা ও শিকড়ের টান।

এই মিউজিক্যাল ফিল্মের সবচেয়ে বড় আকর্ষণ হলো—বাংলাদেশের গানে অংশ নিয়েছেন ৮ জন জাপানি মডেল। পাশাপাশি শুটিং হচ্ছে দেশের বিভিন্ন নান্দনিক ও মনোরম লোকেশনে, যা দেশীয় সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ডিং। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত পরিচালনায় আছেন রানা আখন্দ। পুরো মিউজিক্যাল ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

ডিসকভারি (Discovery) ব্যানারে নির্মিত এই মিউজিক্যাল ফিল্মটির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন তপন আহমেদ। ড্রোন শট পরিচালনা করছেন স্বপ্নীল। প্রোডাকশনের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন শাকিল আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক কবিতা ও জিশান খান। প্রডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলমগীর ও মনু মিয়া। প্রডাকশন হাউস হিসেবে যুক্ত রয়েছে রৌদ্রছায়া।

গানটির ভিজ্যুয়ালে মডেল হিসেবে দেখা যাবে ওয়াকিল আহমেদ, আখতারুজ্জামান বাশার, জিশান খান, দেওয়ান আকাশ, শাহরিয়ার, আলিভা অন্তরা, আকরাম খান—এ ছাড়া আলমগীর, মনু মিয়া, শাকিল আহমেদ চৌধুরী, তপন আহমেদ, আরিফুর জামান আরিফসহ আরও অনেকে অংশ নিয়েছেন। এই তালিকায় বিশেষ মাত্রা যোগ করেছে ৮ জন জাপানি মডেলের অংশগ্রহণ, যা প্রজেক্টটিকে আন্তর্জাতিক এক ভিন্নতায় নিয়ে গেছে।

সব মিলিয়ে, দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক উপস্থিতির সম্মিলনে নির্মিত ‘সোনা মাটির সোঁদা গন্ধে’ হতে যাচ্ছে এক ব্যতিক্রমী মিউজিক্যাল ফিল্ম। কণার আবেগঘন কণ্ঠ, বাংলার প্রকৃতি আর ভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণ—সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক নতুন ও আলাদা অভিজ্ঞতা।