‘আমার শাশুড়িকে জাহান্নামের ভয় দেখিয়ে ভোট চাওয়া হয়েছে’ : বিএনপি প্রার্থী


‘আমার শাশুড়িকে জাহান্নামের ভয় দেখিয়ে ভোট চাওয়া হয়েছে’ : বিএনপি প্রার্থী

যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সাবিরা সুলতানা বলেন, গত ২৫ জানুয়ারি পূর্বপরিকল্পনা অনুযায়ী জামায়াতের কিছু নারী কর্মী তাঁর বাড়িতে ভোট চাইতে যান। সে সময় বাড়িতে থাকা তাঁর শাশুড়ি ও জা তাঁদের বলেন, এই বাড়িতে একজন প্রার্থী রয়েছেন—সে অবস্থায় দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইতে আসা অযৌক্তিক।

তিনি অভিযোগ করেন, এ সময় জামায়াতের নারী কর্মীরা বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দিলে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে এবং মোনাফেক হিসেবে গণ্য করা হবে। এরপর উভয় পক্ষের মধ্যে মৌখিক তর্ক-বিতর্ক হয় এবং জামায়াতের নারী কর্মীরা বাড়ি থেকে চলে যান।

সাবিরা সুলতানা বলেন, পরদিন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ তাঁর নারী কর্মীদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে এ ধরনের কোনো হামলা বা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি।

তিনি বলেন, নির্বাচনি মাঠে ফায়দা লোটার উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। নারী প্রার্থী হিসেবে নারীদের মর্যাদা রক্ষার কথা বলার পরও এমন অভিযোগ তোলা অত্যন্ত অপমানজনক। এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাবিরা সুলতানা দাবি করেন, তাঁর জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে একটি কুচক্রিমহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।