২১ বছর পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক আয়োজন


২১ বছর পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক আয়োজন

দীর্ঘ ২১ বছর পর আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ময়মনসিংহ সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন। তার এই আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সার্কিট হাউজ মাঠে জনসভাস্থল পরিদর্শন করে মঞ্চ নির্মাণকাজের সূচনা করেছে বিএনপি। পরিদর্শন কার্যক্রমের নেতৃত্ব দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম। এ সময় তিনি জানান, নির্বাচনী প্রচারণার এই জনসভায় ময়মনসিংহ বিভাগের চার জেলা—ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার ২৪টি আসনের বিএনপি প্রার্থীরা মঞ্চে উপস্থিত থাকবেন।

সাংবাদিকদের শরীফুল আলম বলেন, প্রায় দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের ময়মনসিংহে আগমন দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া তারেক রহমানের এই জনসভা সার্কিট হাউজ মাঠের আগের সব জনসমাবেশের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন।

এদিকে তারেক রহমানের সফর সফল করতে রোববার দুপুরে নগরীর টাউন হল অডিটরিয়ামে মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. শরীফুল আলম। সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার বিএনপি প্রার্থীদের পাশাপাশি মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জনসভা ঘিরে প্রচারণা জোরদার করতে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীতে আনন্দ মিছিলও অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

উল্লেখ্য, ২০০৫ সালের ২০ জুলাই সর্বশেষ ময়মনসিংহ সফর করেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি সদরসহ জেলার একাধিক উপজেলায় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।