প্রাথমিক শিক্ষার উন্নতি ছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: উপদেষ্টা বিধান রঞ্জন


প্রাথমিক শিক্ষার উন্নতি ছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন জ্ঞানী, দক্ষ ও সুশৃঙ্খল জনশক্তি, যার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার মাধ্যমে।

শনিবার (২৪ জানুয়ারি) ধানমন্ডিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষ্যে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় কোনো সীমিত বিষয়ের মধ্যে আবদ্ধ থাকার জায়গা নয়। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে বহুমাত্রিক জ্ঞানচর্চার কেন্দ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তখনই প্রকৃত অর্থে সার্থক হবে, যখন সেখানে নানা ধরনের জ্ঞান ও গবেষণার চর্চা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ময়মনসিংহের ত্রিশাল কবি কাজী নজরুল ইসলামের জীবন ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। নজরুল ইসলাম আমাদের জাতিগত ও রাষ্ট্রীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। দেশভাগের সময় ধর্মের ভিত্তিতে সমাজ বিভক্ত হলেও নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ কখনো বিভক্ত হয়নি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ধর্মভিত্তিক রাষ্ট্রচিন্তা থেকে জাতিরাষ্ট্রে উত্তরণ ঘটিয়েছে, যেখানে নজরুলের আদর্শই বিজয়ী হয়েছে। একটি জাতিরাষ্ট্র অবশ্যই অঙ্গীকার ও অধিকারভিত্তিক হবে এবং সেখানে সব নাগরিক সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অধিকার ও অস্তিত্ব রক্ষার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, কবি নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও তাঁর সাহিত্য, কবিতা, সংগীত ও দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা এখনও পর্যাপ্ত নয়। নজরুল গবেষণাকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও সার্বজনীন ঘোষণা করা হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এখনো নানা ধরনের অব্যবস্থাপনার মুখে রয়েছে। সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে না। এসব সীমাবদ্ধতার মধ্যেও মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে না পারলে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জাতীয় অগ্রগতি ব্যাহত হবে।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ফোরামের সদস্য, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।