‘তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে’, বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি


‘তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে’, বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মু্ক্তি না হওয়ার ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, ‘এই … কী করছস, সাদ্দামের লগে কী করছস…।’ ওই ফোন ধরা পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে। ক্রমাগত বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি… তুই অ্যারেস্ট করায় দিসছ… তুই জানস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে…।’

বাগেরহাটে বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া ফোনকলের বিষয়টি সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী স্বীকার করেছেন, তিনি কিছু হুমকিপূর্ণ ফোনকল পেয়েছেন। তিনি বলেন, “কারা এই কলগুলো করছে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকির বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন কল এসেছে, প্রশাসন সবসময় তাদের পাশে ছিল এবং সহযোগিতা করেছে। হয়তো কিছু বট নম্বর ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, আত্মগোপনে থাকা বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি বাগেরহাটে ঘটে যাওয়া সাদ্দামের ঘটনার কৌশলগত বা প্রশাসনিক ব্যবস্থাপনাকে অমানবিক উল্লেখ করেছেন।