জামাতি কি এ বাংলাদেশ চেয়েছিল? প্রশ্ন মির্জা আব্বাসের


জামাতি কি এ বাংলাদেশ চেয়েছিল? প্রশ্ন মির্জা আব্বাসের

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলগুলো আজ জনগণের কাছে ভোট চাইছে—এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আওয়ামী লীগ একটা অসভ্যের দল। আর জামায়াতও অসভ্য দল। তাদের ওষুধ একমাত্র আওয়ামী লীগই পারে দিতে।”

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে আয়োজিত এক মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল ধর্মীয় আবেগকে উসকে দিয়ে জনগণকে ভীত করার কৌশল নিচ্ছে।

তিনি বলেন, “কেউ কেউ এমন পর্যায়ে চলে গেছে যে ভোট না দিলে জান্নাত–জাহান্নামের কথা বলছে, এমনকি কুপিয়ে মারার হুমকিও দিচ্ছে। এগুলো দিয়ে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।”

মুক্তিযুদ্ধের সময় রাজাকার–আলবদর হিসেবে পরিচিত ব্যক্তি ও গোষ্ঠীর ভূমিকা স্মরণ করিয়ে তিনি বলেন, “তারা তখন পাকিস্তানি বাহিনীর হাতে নারীদের তুলে দিয়েছিল, দেশের বিরুদ্ধে কাজ করেছিল। আজ তারাই বড় বড় কথা বলে ভোট চাইছে। তারা কি এ বাংলাদেশ চেয়েছিল?”

জামায়াতকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, “জামায়াত মওদুদীবাদের অনুসারী; তারা ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না, শুধু মুসলমানের লেবাস ধারণ করে।”

দেশবাসীকে এসব দল ও গোষ্ঠীর কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।