
নির্মাতা শিহাব শাহীন প্রথমবার প্রীতম হাসান ও মেহজাবীনের নতুন জুটিকে নিয়ে কাজ করছেন। সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি জানান, অ্যাকশন-থ্রিলার ঘরানার নতুন সিরিজ ‘ক্যাকটাস’ (পরবর্তীতে নাম পরিবর্তিত হতে পারে) তার ভিন্নধর্মী উদ্যোগ। সিরিজের মাধ্যমে তিনি দর্শকদের সামনে নতুন রূপে নিজেকে উপস্থাপন করতে চান।
দীর্ঘদিন ধরে থ্রিলারভিত্তিক গল্প নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন শিহাব শাহীন। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে। সিরিজটি ঘুরবে ‘মানসিব’ নামের এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে। প্রীতম-মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম ও জাহিদুল অপু।
প্রধান হ্যাকার চরিত্রে অভিনয় করবেন প্রীতম হাসান। সিরিজটি দেখাবে কীভাবে এক সাধারণ তরুণ ধীরে ধীরে স্পাই হয়ে ওঠে। নারী প্রধান চরিত্রে অংশ নেবেন মেহজাবীন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরই মুক্তি পাবে থ্রিলার-অ্যাকশন ঘরানার এই সিরিজ।
আপনার মতামত লিখুন :