
প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনা চালু করতে যাচ্ছে সরকার। এ উদ্যোগের আওতায় কোনো প্রবাসী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হলে বিনিয়োগের ওপর ১ দশমিক ২৫ শতাংশ হারে সরকারি প্রণোদনা পাবেন।
এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সভা শেষে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই দেশের বাইরে শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে। সেই নেটওয়ার্ক ব্যবহার করে তাঁরা যদি বিদেশি বিনিয়োগ দেশে আনতে সহযোগিতা করেন, তাহলে সম্মাননা হিসেবে সরকার তাদের ক্যাশব্যাক দেবে। প্রাথমিকভাবে এই প্রণোদনার হার নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।
তিনি বলেন, উদাহরণ হিসেবে কেউ যদি ১০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আনেন, তাহলে তিনি ১ দশমিক ২৫ মিলিয়ন ডলার প্রণোদনা পাবেন। রেমিট্যান্স প্রণোদনার মতোই এই সুবিধা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একই সভায় ভবিষ্যতে পৌরসভা এলাকাতেও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পৌরসভাগুলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতার বাইরে রয়েছে। তবে সময়ের বাস্তবতায় কৃষিজমি রক্ষার স্বার্থে এই নীতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া সোমবার মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) গভর্নিং বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানটির ১৩৭ জনের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হয়।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে মহেশখালী অঞ্চলে গভীর সমুদ্রবন্দর, এলএনজি ও এলপিজি টার্মিনাল এবং ফিশ প্রসেসিং হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বর্তমানে বিডা, বেজা ও মিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই তিন সংস্থার চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আপনার মতামত লিখুন :