
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, চাইলে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে কথা বলতে পারতেন, কিন্তু তাতে মানুষের কোনো উপকার হবে না। জনগণের প্রকৃত লাভ হবে তখনই, যখন পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখাও জরুরি।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী শহরের সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে দেশের মানুষের জন্য বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে ফিরে তিনি মানুষের কল্যাণে কিছু পরিকল্পনা তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে খেটে-খাওয়া নারী ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণীরা সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা পাবেন। তিনি বলেন, এই সহযোগিতায় পুরো মাসের সংসার চলবে না—এটা সবাই জানে। তবে মাসের চার সপ্তাহের অন্তত এক সপ্তাহের খরচে সহায়তা দিতে পারলে সেটিও অনেক পরিবারের জন্য বড় সুবিধা হবে।
একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান। এ কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি।
ফেনী অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তবে শুধু বড় হাসপাতালের ওপর নির্ভর না করে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে ‘হেলথকেয়ার সার্ভিস’ চালুর পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে ঘরে ঘরে মা–বোনদের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে, যাতে ছোটখাটো অসুখে হাসপাতালে যেতে না হয়।
খাল খননের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এক বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সারা দেশে খাল খনন করা হলে স্থানীয় মানুষের উপকার হবে।
তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশে বহু তরুণ ও যুবক রয়েছে যাদের চাকরি বা কাজ নেই। তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অন্যতম লক্ষ্য। শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় চট্টগ্রামে যেভাবে ইপিজেড গড়ে তোলা হয়েছিল, ফেনী অঞ্চলেও তেমন শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় মানুষ শিল্পকারখানায় কাজের সুযোগ পাবে।
সমাবেশে তিনি আরও বলেন, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের যেমন উন্নয়নের দাবি আছে, তেমনি বিএনপিরও একটি দাবি রয়েছে—ধানের শীষকে বিজয়ী করা। বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য এবং যা বলা হবে, তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস।
আপনার মতামত লিখুন :