
নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি ৩০ লাখের বেশি পাঠ্যবই।
পহেলা জানুয়ারির বই উৎসবের পর ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের যে প্রতিশ্রুতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) দিয়েছিল, ২৫ জানুয়ারি পেরিয়ে গেলেও তা পূরণ হয়নি।
এনসিটিবি সূত্র জানায়, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন হলেও মাধ্যমিক স্তরে বড় ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এখনো প্রয়োজনীয় অনেক বই পায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, এখনো বই ছাপা ও সরবরাহের কাজ চলমান রয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় সময়মতো বই বিতরণে ব্যর্থতার দায় কার—সে প্রশ্ন উঠেছে।
তবে এনসিটিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলতি মাসের মধ্যেই শতভাগ পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :