নীরবতা ভেঙে যা বললেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা


নীরবতা ভেঙে যা বললেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানের বিয়ের খবর প্রকাশের দুই দিন পর নীরবতা ভাঙলেন রাফসানের প্রাক্তন স্ত্রী, চিকিৎসক সানিয়া এশা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কারও নাম উল্লেখ না করলেও সাম্প্রতিক আলোচনার ইঙ্গিত দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

পোস্টে সানিয়া এশা জানান, অতীতের সম্পর্ক কিংবা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো আলোচনায় জড়াতে চান না। বরং নিজের জীবন, ক্যারিয়ার ও আত্মপরিচয় গড়ে তোলার দিকেই এখন তার মনোযোগ।

তিনি লেখেন, দেশের মানুষ ইতোমধ্যে কী ঘটেছে এবং সত্যটা কী—তা জানেন। এ বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন তিনি অনুভব করছেন না। জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কারও ব্যক্তিগত বিষয়ে ভাবতে বা তাতে যুক্ত হতে আগ্রহী নন বলেও উল্লেখ করেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এশা জানান, তিনি দীর্ঘদিন কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। নানা প্রতিকূলতা ও মানসিক আঘাত সহ্য করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজের জন্য কিছু অর্জনের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।