সড়ক উন্নয়নে ১ হাজার ৯৮ কোটি টাকার ব্যয় অনুমোদন


সড়ক উন্নয়নে ১ হাজার ৯৮ কোটি টাকার ব্যয় অনুমোদন

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে এক হাজার ৯৮ কোটি টাকার বেশি ব্যয় অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা প্রদর্শনী পাইলট প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্র জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাব অনুযায়ী ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় একাধিক প্যাকেজে কাজ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা প্রদর্শনী পাইলট প্রকল্পের (এন-৪ ও এন-৬) প্রকৌশলগত উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ২২২ কোটি ৪৭ লাখ টাকা। একই প্রকল্পের আওতায় ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অগ্রাধিকারভিত্তিক পূর্ত কাজে ১৮৮ কোটি ১৮ লাখ টাকা এবং পরামর্শক সেবায় ৩৭ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য চারটি প্যাকেজে পৃথক বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এসব প্যাকেজে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ১৪০ কোটি, ১৫২ কোটি, ১৩৯ কোটি এবং ১২০ কোটি টাকার বেশি।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলের সড়ক নিরাপত্তা বাড়বে এবং অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।