পদ্মা সেতু থেকে টোল আয় ছাড়াল ৩ হাজার কোটি টাকা


পদ্মা সেতু থেকে টোল আয় ছাড়াল ৩ হাজার কোটি টাকা

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে টোল আদায়ের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সংযোগ নিশ্চিত করা এই সেতু শুধু অবকাঠামো নয়, অর্থনীতির একটি প্রাণপ্রবাহ হিসেবে কাজ করছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর যাতায়াতের সংখ্যা ও রাজস্ব ধারাবাহিকভাবে বেড়েছে। সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ও আরএফআইডি কার্ড ব্যবহারের মাধ্যমে টোল আদায় দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে।

এতে যাতায়াতের সময় কমেছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও শিল্পজাত পণ্য পরিবহন সহজ হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গণমানুষ, চালক, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছে।