
দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা এখন খোলা। জাতীয় দলে ফেরার শঙ্কা শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির জন্যও প্রস্তাব দিয়েছে বিসিবি।
শনিবার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ আকবর বলেন, “সাকিব দেশের ক্রিকেটে অবদান রেখেছে। আমাদের বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকায় আমরা সাকিবকে রাখার প্রস্তাব রেখেছি। ফিটনেস ঠিক থাকলে তাকে জাতীয় দলে বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, “সাকিবের ব্যক্তিগত ও আইনগত বিষয়গুলো সরকারের সঙ্গে সম্পর্কিত। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দেশের জন্য তাকে খেলানো। সাকিব একটি ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর শত বছরেও পাব না।”
সাকিব ২০২৪ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে দুবাই পর্যন্ত গিয়েও দেশে ফিরে আসেননি। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি তাঁর। তবে এখন বিসিবি ও নির্বাচকরা তাকে ফেরার সম্ভাবনা রেখেছেন।
আপনার মতামত লিখুন :