জামায়াত জোটে যোগ হলো লেবার পার্টি


জামায়াত জোটে যোগ হলো লেবার পার্টি

জামায়াতে ইসলামীর নির্বাচনী জোটে যুক্ত হলো লেবার পার্টি। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে গিয়ে জোটে যোগ দেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। এর মাধ্যমে জামায়াত-এনসিপির জোট আবার ১১ দলে পরিণত হয়েছে। তবে লেবার পার্টি কোনো আসন পাবে না।

লেবার পার্টি চেয়ারম্যান ইরান জানিয়েছেন, যদিও নিজে প্রার্থী হবেন না, তবুও জোটের পক্ষে তারা কাজ করবেন। লেবার পার্টির ১৫ জন প্রার্থী থাকলেও বাকি ২৮৫ আসনে তাদের নেতাকর্মীরা জামায়াত জোটের প্রার্থীদের সমর্থন দেবেন।

ইরান বলেন, “জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশ একজন মানবিক নেতা পেয়েছে। এর প্রেরণায় লেবার পার্টি পিছিয়ে থাকতে পারবে না।” তিনি বিএনপির প্রতি সমালোচনা করে বলেন, “দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন করেছি, তাদের মধ্যে ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ্য করেছি।”

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মাছুম এবং লেবার পার্টির নেতারা উপস্থিত ছিলেন।