
আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে ১৮ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করেছে, যাদের মধ্যে ১৪ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ১৮ হাজার ২০০ জন আটক হন। এদের মধ্যে ১১ হাজার ৪৪২ জন আবাসন আইন, ২ হাজার ৮২৭ জন শ্রম আইন এবং ৩ হাজার ৯৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া অবৈধ সীমান্ত পারাপারের সময় ১ হাজার ৭৬২ জন আটক করা হয়।
অভিযানে আটক প্রবাসীর প্রায় অর্ধেক ইয়েমেনি নাগরিক, ৫৩ শতাংশ ইথিওপিয়ার এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে ৪৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে প্রবাসী পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
বর্তমানে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এর মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠিয়ে ভ্রমণ নথিপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৪ হাজার ৪৫১ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে প্রবাসীদের প্রবেশ, চাকরি বা আশ্রয় দেয়, তবে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং অপরাধের তথ্য প্রকাশসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :