
বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য আবারও বিবেচনায় থাকবেন সাকিব আল হাসান। শনিবার বিসিবির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
তিনি বলেন, দল ও ক্রিকেটের স্বার্থ বিবেচনায় সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচকরা পরবর্তী সিরিজের জন্য দল গঠনের সময় তাকে বিবেচনায় নেবেন।
সাকিবের ফেরা নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত ও পরিকল্পনা যথাসময়ে জানানো হবে বলেও জানান বিসিবির এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :