বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি


বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ড আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হচ্ছে।

এ বিষয়ে নিশ্চিত হতে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে তার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে ক্রিকবাজের দাবি, দুবাই ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে। আইসিসির এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল।