জেফার ও রাফসান বিবাহবন্ধনে আবদ্ধ হলেন


জেফার ও রাফসান বিবাহবন্ধনে আবদ্ধ হলেন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বিনোদন জগতে আলোচিত এই জুটি আজ তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিলেন। সকালে সম্পন্ন হয়েছে তাদের গায়েহলুদ অনুষ্ঠান, আর সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিয়ের মূল আয়োজন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে। দুপুরে রাফসান তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই নতুন পথচলায় সবার দোয়া ও প্রার্থনা কামনা করছেন তারা। আজ তারা একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন।

জানা যায়, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে।