গাজীপুরের কালীগঞ্জে খোলা মাঠে কুপিয়ে হত্যা, নিহত ১


গাজীপুরের কালীগঞ্জে খোলা মাঠে কুপিয়ে হত্যা, নিহত ১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় খোলা মাঠে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে মনির মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে। শনিবার রাত (৬ ডিসেম্বর) উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের ‘বিড়ালবাড়ী’ মাঠে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মনির পাড়াবরতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রাতের সময় মাঠে মনির মোল্লাকে কয়েকজন ব্যক্তি কুপিয়ে হত্যা করছেএমন দৃশ্য দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মাঠেই মনির মোল্লার লাশ পড়ে থাকতে দেখা যায়

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, “হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।