ছয় ঘণ্টা পার হলেও বিমানবন্দরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি


ছয় ঘণ্টা পার হলেও বিমানবন্দরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত ছয় ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা কিছুটা কমলেও কখন তা সম্পূর্ণ নেভানো যাবে— তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অগ্নিকাণ্ডের কারণে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ১৩টি ফায়ার স্টেশনের মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সঙ্গে বিমান বাহিনীর দুটি ও নৌবাহিনীর একটি ইউনিটও কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে ব্যবহৃত হচ্ছে ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’, যা মানুষের উপস্থিতি ছাড়াই আগুনের কাছাকাছি গিয়ে পানি নিক্ষেপ করতে সক্ষম।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও অন্তত ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, বাকিদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানান, বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত প্রায় এক হাজার আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। কর্তব্যরত অবস্থায় ২৫ জন সদস্য আহত হন, যাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে বিজিবির দুই প্লাটুন সদস্য কাজ করছে।

দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে কারণ কার্গো কমপ্লেক্সের ভেতরে দাহ্য পদার্থের উপস্থিতি বেশি এবং জায়গাটি জটিল কাঠামোর হওয়ায় ভেতরে প্রবেশে সমস্যা হচ্ছে।

শেষ খবর পর্যন্ত: রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।