বাংলাদেশ অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা


বাংলাদেশ অস্থির সময় পার করছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ বর্তমানে একটি অস্থির সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা একটি অস্থির সময় পার করছি। তবে এই সময় কেটে যাবে, ভালো সময় আসবেই। সেই সময়টাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে এখনই গুরুত্ব দিতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “বর্তমানে ভালো কিছু করার সুযোগ অনেক বেশি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। নিজের কাজ ঠিকভাবে করা, নিয়মিত পড়াশোনা—এটাই যোগ্যতা অর্জনের প্রধান পথ।”

শিক্ষাখাতে বাজেট বরাদ্দ কম হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শিক্ষাখাতে মোট বাজেটের অন্তত ২৫ শতাংশ বরাদ্দ দেওয়া প্রয়োজন। গত ৬০ বছরে দেশের শিক্ষা খাতে অভাবনীয় উন্নতি হয়েছে, বিশেষ করে নারী শিক্ষায় ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।”

সভায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা অংশ নেন এবং দেশের সামগ্রিক শিক্ষা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।