স্টেজ পারফরম্যান্সে ‘অশালীন অঙ্গভঙ্গি’ বিতর্কে নেহা কক্কর


স্টেজ পারফরম্যান্সে ‘অশালীন অঙ্গভঙ্গি’ বিতর্কে নেহা কক্কর

বলিউড তারকা নেহা কক্কর তার সাম্প্রতিক এক লাইভ কনসার্টে করা পারফরম্যান্সের কারণে নতুন বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন। মঞ্চে গান পরিবেশনের সময় তার অঙ্গভঙ্গি ও শরীরে পানি ঢালার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বিষয়টিকে ‘দুঃসাহসী শিল্প-উপস্থাপনা’ হিসেবে দেখছেন, আবার অনেকেই একে ‘অশোভন’ এবং ‘ইচ্ছাকৃতভাবে আলোচনায় আসার প্রয়াস’ বলে সমালোচনা করছেন।

ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের টাইট পোশাকে নেহা মঞ্চে গাইছেন। পারফরম্যান্সের মাঝপথে তিনি বোতলের পানি নিজের শরীরে ঢেলে দেন, যা মুহূর্তেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। টিকটক ও ইনস্টাগ্রামে ক্লিপটি ইতোমধ্যে এক কোটির বেশি মানুষ দেখেছেন। এই দৃশ্যটিই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারীর অভিযোগ, নেহা কণ্ঠশিল্পী হয়েও গান থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন বাহ্যিক প্রদর্শনীর দিকে। সমালোচনাকারীদের একজন মন্তব্য করেছেন, “এমন পারফরম্যান্স তার শিল্পীসত্তার সঙ্গে যায় না।” আরেকজন লিখেছেন, “ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নেহা নিজের ইমেজ নষ্ট করছেন।”

তবে ভক্তদের মতে, নেহার এই পারফরম্যান্স কেবলই মঞ্চে দর্শকদের মাতিয়ে তোলার অংশ—আন্তর্জাতিক শোতে এমন উপস্থাপনা সাধারণ বিষয়।

উল্লেখ্য, নেহা কক্কর এর আগেও সাহসী নাচ ও অঙ্গভঙ্গির কারণে একাধিকবার আলোচনা–সমালোচনার মুখে পড়েছেন। যদিও তিনি বরাবরই নিজের এই বোল্ড পারফর্মারের ব্যক্তিত্ব বজায় রাখতে আগ্রহী, তবুও নতুন এই ভিডিও আবারও সামাজিক রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে।