
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আরও বলেন, যেসব পরিস্থিতির মুখে পড়ে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেটিই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জয়শঙ্কর। রোববার (৬ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছরের আগস্টে বিক্ষোভ-সহিংসতার মধ্যেই শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। ওই সময়ের বিক্ষোভে বহু মানুষ নিহত ও আহত হন। এর মধ্যেই ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল গত মাসে ৭৮ বছর বয়সী হাসিনাকে অনুপস্থিত অবস্থায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। এ মামলাটি ছিল গত বছরের ছাত্র আন্দোলন দমনের ঘটনায় দায়ের করা।
সামিটে জয়শঙ্কর বলেন, “তিনি কোন পরিস্থিতিতে এখানে এসেছেন, সেটাই এখন মূল বিষয়। সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে।”
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। তিনি যোগ করেন, “বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় আছেন, তারাই অতীতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। যদি সমস্যা নির্বাচন হয়, তবে সবার আগে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জরুরি।”
বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে আরও দৃঢ় হতে পারে। তার ভাষ্য, “আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক।”
আপনার মতামত লিখুন :