মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ


মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে বিরল এক পরিস্থিতির সৃষ্টি হয়। খাঁচা ভেঙে একটি পূর্ণবয়স্ক সিংহ বেরিয়ে আসে। যদিও সেটি জনসমাগমের দিকে না গিয়ে নিজের টেরিটোরির মধ্যেই অবস্থান করে, তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকা খালি করে দেওয়া হয়।

ঘটনাটি বিকাল পৌনে ৫টার দিকে ঘটেছে বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম। তিনি জানান, “খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। এখন এটি খাঁচার পাশের এক কোনে রয়েছে। চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে, তবে যে জায়গায় এটি রয়েছে সেখানে সরাসরি আমাদের লোকজন পৌঁছানো সম্ভব নয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবশ করার বন্দুকসহ প্রস্তুত ছিলেন কর্মকর্তারা। পরিচালক বলেন, “সুযোগ পেলেই আমরা তাকে অবশ করার ব্যবস্থা করব। পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান জানান, সিংহটি বিকাল সাড়ে চারটা থেকে পৌনে ৫টার মধ্যে খাঁচা থেকে বেরিয়ে আসে। তবে দর্শনার্থীদের তৎক্ষণাৎ সরিয়ে নেওয়ায় কোনো বিশৃঙ্খলা বা উত্তেজনা তৈরি হয়নি।

তিনি বলেন, “সিংহটি পাবলিক এলাকায় আসেনি। আমরা দর্শনার্থীদের সরিয়ে ফেলতেই সে উত্তেজিত হয়নি। প্রথমে তাকে গরুর মাংস দেওয়া হয়, যা খেয়ে সে শান্ত হয়। এরপর আমরা বন্দুকের মাধ্যমে এনেস্থেশিয়া ইনজেকশন প্রয়োগ করেছি। এখন সে ঝিমুচ্ছে।”

ড. আতিকুর আরও জানান, সিংহটি সম্পূর্ণ অচেতন হলেই সেটিকে নিরাপদে পুনরায় খাঁচায় ফিরিয়ে নেওয়া হবে।

সিংহের খাঁচা ভাঙার কারণ ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।